Infinix Note 40 Pro+ 5G এবং Infinix Note 40 Pro 5G গত মার্চ মাসেই বিশ্ব মার্কেট এ লঞ্চ করেছিল Infinix india থেকে জানা যাচ্ছে মিড্ রেঞ্জ এর ফোন আগামী সপ্তায় ভারতের বাজারে আসতে চলেছে। এই নতুন লাইনআপ এ রয়েছে Cheetah X1 power management chip ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে আরো বিশেষ নজর কারা ফিচার।
Infinix Note 40 Pro 5G সিরিজ এ রয়েছে ৫০০০ এমএইচ ব্যাটারী ৪৫w ফাস্ট চার্জিং এর সাপোর্ট Infinix Note 40 Pro+ 5G তে রয়েছে ৪,৬০০ এমএইচ ব্যাটারী ১০০W ফাস্ট চার্জিং এর সাপোর্ট। এবং ২০W ওয়্যারলেস চার্জিং এর সাপোর্ট ও পাওয়া যাবে বলে জানা যাচ্ছে। ফোনটি চলতি মাসের ১২ এপ্রিল লঞ্চ করবে। ফ্লিপকার্ট এ একটি মাইক্রো সাইট লাঞ্চ করা হয়েছে।
আরো পড়ুন: Galaxy M15 5G প্রি বুকিং শুরু হয়ে গেছে
বিশ্ব বাজারে দাম অনুযায়ী আনুমানিক দাম Infinix Note 40 Pro+ 5G দাম ২৫,০০০ টাকা Infinix Note 40 Pro 5G দাম যথাক্রমে ২৪,০০০ টাকা হতে পারে।
উভয় Infinix Note 40 Pro+ 5G তে রয়েছে ৬.৭৮ ইঞ্চির এমোলেড ফুল এইচডি কার্ভ ডিসপ্লে (1,080×2,436 pixels) যার রিফ্রেশ রেট ১২০ হার্জ। রয়েছে মিডিয়াটেক ডিমেন্সিটি ৭০২০ ৬nm চিপসেট এবং ক্যামেরা বিভাগে রয়েছে ১০৮ মেগাপিক্সেল এর মেন্ ক্যামেরা। এবং সেলফির জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেল এর সেন্সর
1 thought on “Infinix Note 40 Pro+ 5G এবং Infinix Note 40 Pro 5G খুব শীঘ্রই ভারতের বাজারে আসতে চলেছে”