জানুয়ারিতেই লঞ্চ হবে OnePlus 12R: কেনা যাবে Amazon থেকে

চলতি মাসের ২৩ তারিখ এ oneplus ভারতে লঞ্চ করতে চলেছে OnePlus 12 এবং OnePlus 12R একটি ল্যান্ডিং পেজ এর দ্বারা আমাজন এ লিস্ট করা হয়েছে। যদিও বিশেষ কিছু স্পেসিফিকেশন এর সম্পর্কে কিছুই বলা হয়নি। গত ৪ জানুয়ারি চাইনা তে লঞ্চ হওয়া  OnePlus Ace 3 রিব্যান্ডিং হিসাবে ইন্ডিয়া এবং বিশ্ব মার্কেটে প্রকাশ করবে OnePlus 12R আমাজন এর মাইক্রো পেজ অনুযায়ী আপাতত দুটি কলার এ লঞ্চ হতে চলেছে ইন্ডিয়া তে। নিচে দেওয়া হলো কিছু বিশেষ ফিচার।

OnePlus 12R (OnePlus Ace 3 ) ফিচার

আশা করা হচ্ছে OnePlus Ace 3 ফিচার এর সঙ্গে আস্তে চলেছে ইন্ডিয়া তেও। ফোনটিতে থাকবে ৬.৭৮ ইঞ্চি এর একটি বড়ো এমোলেড ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট এর সঙ্গে। প্রসেসর হিসাবে থাকবে Snapdragon 8 Gen 2 এবং ১৬ জিবি LPDDR5x RAM এবং ১ TB UFS ৪.০ ইন্টারনাল স্টোরেজ।

OnePlus 12R মেন্ ক্যামেরা হিসাবে থাকতে পারে ৫০ (f/1.8) মেগাপিক্সেল এর একটি OIS ক্যামেরা, ৮ মেগাপিক্সেল এর একটি ultrawide ক্যামেরা সেন্সর যার এপারচার (f/2.2) , এবং থাকছে ২ মেগাপিক্সেল এর একটি ম্যাক্রো ক্যামেরা যার এপারচার  (f/2.4) সেলফি জন্য ১৬ মেগাপিক্সেল এর সেন্সর (f/2.4) এপারচার এর সঙ্গে।

পাওয়ার ব্যাককাপ এর জন্য ৫৫০০ এমএএইচ ব্যাটারী ১০০W SuperVOOC চার্জার এর সঙ্গে থাকছে টাইপ C চার্জিং এবং ডাটা ট্রান্সফার জন্য পোর্ট। থাকছে ৫g,  Wi-Fi 7, Bluetooth 5.3, NFC, GPS মতো ফিচার।

FeatureSpecification
Display6.78-inch LTPO AMOLED, 2780 x 1264 pixels, 120Hz refresh rate, 360Hz touch sampling rate, 1600 nits brightness, Gorilla Glass Victus 2 protection
ProcessorQualcomm Snapdragon 8 Gen 2, Adreno 740 GPU, 4nm process technology
RAM12GB / 16GB LPDDR5X
Storage256GB / 512GB / 1TB UFS 4.0
Operating SystemAndroid 14-based ColorOS 14
Rear Cameras50MP primary (Sony IMX890), 8MP ultra-wide, 2MP macro, 16MP selfie camera
Battery5500mAh, 100W SuperVOOC fast charging
SecurityIn-display fingerprint scanner
AudioDolby Atmos, Stereo speakers, USB Type-C audio port
Price (China)Starting from CNY 2,599 for 12GB/256GB variant

OnePlus 12R সম্ভাব্য দাম ৪০,০০০ টাকা হতে পারে বলে মনে করা হচ্ছে।

1 thought on “জানুয়ারিতেই লঞ্চ হবে OnePlus 12R: কেনা যাবে Amazon থেকে”

Leave a Comment