Noise ColorFit Chrome: অসাধারণ একটি স্মার্টওয়াচ লঞ্চ করলো নয়েস রয়েছে এমোলেড ডিসপ্লে জানুন বিস্তারিত

Noise তাদের নতুন স্মার্টওয়াচ লঞ্চ করলো Noise ColorFit Chrome স্মার্টওয়াটিতে রয়েছে অনবদ্য একটি চৌকো মেটালিক ডিজাইন এবং এমোলেড ডিসপ্লে। বিস্তারিত নিচে দেওয়া হলো

Noise ColorFit Chrome specs

Noise ColorFit Chrome এ রয়েছে চৌকো মেটালিক ফ্রেম যার স্ট্র্যাপ মেটালিক যেটি স্মার্টওয়াচটিকে আরো সুন্দর্য করে তোলে। সাইডে রয়েছে কার্যকরী ক্রাউন যেটি ঘড়িটির সৌন্দর্য আরো কয়েকগুন বাড়িয়ে তোলে। রয়েছে ১.৮৫ ইঞ্চির এমোলেড ডিসপ্লে সাথে ১০০ টার বেশি ওয়াচ ফেস। রয়েছে ব্লুএটুথ কলিং এর সাপোর্ট যেটি Tru Sync technology দ্বারা প্রদত্ত এবং কোম্পানি দাবি করে যে এই টেকনোলজি ফলে ব্লুএটুথ কল আরো পরিষ্কার এবং ক্লিয়ার সোনা যাবে।

health features হিসাবে দেওয়া হয়েছে নয়েস হেলথ সুইট যেটি ২৪X ৭ হার্ট রেট মনিটর, SpO2 মনিটর,sleep ট্র্যাকিং,স্ট্রেস ম্যানেজমেন্ট। এছাড়াও রয়েছে মাল্টিপল স্পোর্টস মোড।

স্মার্টওয়াচটি নোটিফিকেশন , ওয়েদার আপডেট ,অ্যালার্ম , ক্যামেরা এক্সেস এবং মিউজিক কন্ট্রোল এর মতো সুবিধা প্ৰদান করে। যদিও ব্যাটারী কত এমএএইচ এর ব্যবহার করা হয়েছে সে বিষয়ে কোনো খোলাসা করা হয়নি তবে কোম্পানির দাবি যে এই স্মার্টওয়াচটি কমপক্ষ্যে ১০ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দেবে।

আরো পড়ুন: POCO X6 & X6 Pro: ইতিমধ্যেই সেল শুরু হয়েছে কোনটা আপনার জন্য ভালো হবে দেখে নিন

Noise ColorFit Chrome price

ঘড়িটি তিনটি কালার অপসন এ পাওয়া যাবে  Elite Black, Elite Midnight Gold, এবং Elite Silver কালার Noise ColorFit Chrome দাম শুরু হচ্ছে ৫০০০ টাকা থেকে। এটির সেল ১৯ জানুয়ারি দুপুর ১২ টা থেকে সেল শুরু হবে যা কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এ পাওয়া যাবে । কোম্পানি ইতিমধ্যে অগ্রিম বুকিং শুরু করেছে এবং থাকছে অনবদ্য কিছু ছাড় অগ্রিম বুকিং মাত্র ৪৯৯ তাকাই করা যাবে এবং লঞ্চ এর সময় ১০০০ টাকা ছাড় পাওয়া যাবে। এছাড়াও থাকছে অতিরিক্ত ২৫০০ টাকার ছাড় যার মধ্যে রয়েছে ১৫০০ টাকা ছাড় Luna smart ring এর জন্য এবং ১০০০ টাকা ছাড় i1 smart glasses এর জন্য

1 thought on “Noise ColorFit Chrome: অসাধারণ একটি স্মার্টওয়াচ লঞ্চ করলো নয়েস রয়েছে এমোলেড ডিসপ্লে জানুন বিস্তারিত”

Leave a Comment