Crowdstrike : হইচই গোটা বিশ্বে, ব্যাহত হলো বিমান পরিষেবা থেকে স্টক মার্কেট বেশ ক্ষতির স্মুখীন হলো গোটা বিশ্ব

Crowdstrike অ্যাটাক হঠাৎই কম্পিউটারের সামনে নীল স্ক্রিন। হচ্ছে না কিছু কাজ রিস্টার্ট করেও কোনো ফলাফল নেই হাঁ ঠিক এমনই সম্যসার সম্মুখহীন হয়েছে গোটা বিশ্ব। কিন্তু কোনো এই সম্যসা। মূলত জানা যাচ্ছে যে Crowdstrike এর উপডেটের কারণে এই সম্যসার সম্মুখীন গোটা বিশ্ব। কিন্তু কি এই ক্রাইডস্ট্রাইক

আরো পড়ুন : Honor 200: Snapdragon 7 Gen 3, ১০০ ওয়াট চার্জিং সাথে লঞ্চ হলো, দেখে নিন ফিচার

Crowdstrike একটি সাইবার নিরাপত্তা সংস্থা যেটি মাইক্রোসফট ব্যবহারকারীদের সুরক্ষা প্রদান করে থাকে। সিঙ্গেল সেন্সর ও ইউনিফায়েড থ্রেট ইন্টারফেস প্রযুক্তিতে কাজ করে এটি। যার মাধ্যমে আইডেনটিটি থ্রেট আটকানোর কাজ করে এই সংস্থা। এক কথায় সাইবার অ্যাটাক হলে ইউসার এর ডেটা যাতে সেফ বা সুরক্ষিত থাকে সেটি দেখার কাজ করে এই সংস্থা। ফ্যালকন সেন্সরে গোলযোগ এর কারণে এই সম্যসা তৌরি হয়েছিল।

যার ফলে উইন্ডোস উজারের একটি বড়ো ভাগ এর কবলে পড়েছে। ক্রাউডস্ট্রাইক কর্তৃপক্ষ এই সম্যসার কথা স্বীকার করেছে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে বেশ বড়োসড়ো একটি টীম কাজ করছে এই সম্যসার সমাধানের জন্য।

আরো পড়ুন : Oppo Reno 12 Pro 5G আজ থেকে শুরু হচ্ছে সেল দেখেনিন, দাম এবং ফিচার

টেকনোলজির ভাষায় ‘ব্লু স্ক্রিন অফ ডেথ’ বলা হচ্ছে এই সম্যসা কে। এর ফলে সিস্টেম অটোমেটিক রিস্টার্ট হতে থাকবে। সমস্ত আনসেভ ডেটা উড়ে যায়। একসময় এমন করতে করতে সিস্টেম ক্র্যাশ করে যাই।

বিমান পরিষেবা তে বেশ সমস্যার সমুখহীন হতে হয়েছে যাত্রীদের। রীতিমতো হাতে লেখা বোর্ডিং পাস্ নিয়ে বিমান যাত্রা করতে হয়েছে যাত্রীদের।

1 thought on “Crowdstrike : হইচই গোটা বিশ্বে, ব্যাহত হলো বিমান পরিষেবা থেকে স্টক মার্কেট বেশ ক্ষতির স্মুখীন হলো গোটা বিশ্ব”

Leave a Comment