Infinix Note 40 Series Racing Edition লঞ্চ করলো ভারতে

Infinix Note 40 series racing edition লাঞ্চ করলো। এই মডেলটির non-special মডেলটি চলতি বছরের এপ্রিল মাসে প্রথম লঞ্চ করেছিল। নতুন মডেলটি BMW ডিজাইন এর সাথে collaboration করে এই স্পেশাল মডেল এর ডিজাইন লঞ্চ করেছে। এই হ্যান্ডসেটটিতে রয়েছে  MediaTek Dimensity 7020 chipset এবং ১ ২ জিবি ram

আরো পড়ুন : পুলিশ কিভাবে মোবাইল ফোনে ট্র্যাক করে ?

আরো পড়ুন : Realme P2 Pro 5G: সনির ক্যামেরা সেন্সর এবং কার্ভ ডিসপ্লের চোখ ধাঁধানো ফোন ! কবে আসছে জানুন ?

Infinix Note 40 Series Racing Edition specification

Infinix Note 40 Racing Edition এবং Note 40 Pro+ Racing Edition তে একই স্পেসিফিকেশন রয়েছে। ফোনটিতে রয়েছে 6.78 inch full hd+ (1,080×2,436 pixels) কার্ভ  LTPS AMOLED ডিসপ্লে সঙ্গে 120 হার্জ রিফ্রেশ রেট। প্রসেসিং এর জন্য রয়েছে  MediaTek Dimensity 7020 chipset সঙ্গে 12 জিবির LPDDR4X RAM এবং 256 জিবির UFS 2.2 স্টোরেজ। এবং কুলিং এর জন্য স্পেশাল VC Cooling Technology 2.0 যেটি 11 পড়ত এর হিট কন্ট্রোল সিস্টেম রয়েছে যেটি ফোনটির thermal ম্যানেজমেন্ট আরো উন্নত হবে।

ক্যামেরা ডিপার্টমেন্ট এ রয়েছে 108+2 মেগাপিক্সেল এর সেন্সর সেলফির জন্য রয়েছে 32 মেগাপিক্সেল এর সেন্সর।

পাওয়ার ব্যাকআপ এর জন্য রয়েছে 5,000mAh ব্যাটারী জেটিতে 45W এর ফাস্ট চার্জিং এর সাপোর্ট দেওয়া হয়েছে।

আরো পড়ুন : Fiverr কি? Fiverr থেকে কিভাবে ইনকাম করা যাই?

Infinix Note 40 Series Racing Edition price

Infinix Note 40 Pro 5G Racing Edition ফোনের দাম 8GB + 256GB স্টোরেজ এর দাম 15,999 টাকা এবং Pro+ 5G Racing Edition 12GB + 256GB স্টোরেজ এর দাম 18,999 টাকা। দুটি ফোন কেনা যাবে ফ্লিপকার্ট থেকে চলতি মাসের 26 august থেকে শুরু হবে সেল