Honor 200: Snapdragon 7 Gen 3, ১০০ ওয়াট চার্জিং সাথে লঞ্চ হলো, দেখে নিন ফিচার

ভারতের বাজারে নতুন ফোন Honor 200 লঞ্চ হলো। কিছু মাস আগেই চায়নাতে এই ফোনটি লঞ্চ হয়েছিল। এই lineup মোট দুটি ফোন লঞ্চ হয়েছে Honor 200 এবং Honor 200 Pro নজরকাড়া বেশ কিছু ফিচার নিয়ে লাঞ্চ হয়েছে এই ফোনটি।

Honor 200 ফিচার

ডিসপ্লে – রয়েছে ৬.৭ ইঞ্চির 2664 × 1200 রেসুলেশন ওলেড কার্ভ ডিসপ্লে সঙ্গে থাকছে ১২০ হার্জের রিফ্রেশ রেট এবং ৪০০০ নিটস এর পিক ব্রাইটনেস। এছাড়াও eye প্রটেকশন এবং sleep assist এর মতো বেশ কিছু ফিচার ও দেওয়া হয়েছে।

প্রসেসর – ফোনটিতে রয়েছে Snapdragon 7 Gen 3 চিপসেট। এবং adreno ৭২০ GPU ফোনটিতে stainless steel vapor chamber ব্যবহার করা হয়েছে কুলিং এর জন্য।

READ MORE: Oppo Reno 12 Pro 5G আজ থেকে শুরু হচ্ছে সেল দেখেনিন, দাম এবং ফিচার

ক্যামেরা – ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে ৫০ মেগাপিক্সেল  f/1.95 OIS , ৫০ মেগাপিক্সেল এর টেলিফোটো ক্যামেরা OIS সাপোর্ট , এবং ১২ মেগাপিক্সেল ultrawide এবং macro সেন্সর এবং ৫০X ডিজিটাল জুম্ । সেলফির জন্য রয়েছে ৫০ মেগাপিক্সেল এর সেন্সর। পেছনের মেন্ ক্যামেরা দিয়ে 4K রেকর্ডিং সাপোর্ট রয়েছে।

ব্যাটারী – Honor 200 তে ৫২০০ এমএএইচ এর ব্যাটারী ব্যবহার করা হয়েছে। চার্জিং এর জন্য দেওয়া হয়েছে ১০০ ওয়াট এর ফাস্ট চার্জিং এর সাপোর্ট যেটি ৫৭ % চার্জ মাত্র ১৫ মিনিটে করে দেবে।

Honor 200 দাম

 Honor 200 দুটি কালার অপসন এ পাওয়া যাবে Moonlight White এবং Black, ৮+২৫৬ জিবির দাম ৩৪,৯৯৯ টাকা , ১২+৫১২ জিবি মডেল এর দাম ৩৯,৯৯৯ টাকা। এছাড়াও বেশ কিছু ব্যাঙ্ক অফার উপলব্ধ রয়েছে।