Credit Card কি? Credit Card and Debit Card এর মধ্যে পার্থক্য কি?

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আসা করছি ভালো আছেন।

আমরা সবাই ক্রেডিট কার্ড এর নাম তো শুনেছি সেটা ব্যাঙ্ক থেকে হোক কিংবা কোনো কোম্পানি এজেন্ট এর দ্বারা আজ আমরা credit card কি ? credit card and debit card এর মধ্যে পার্থক্য কিসেটা জন্য বিস্তারিত ভাবে

আমরা মূলত দুই ধরণের কার্ড দেখতে পাই একটি debit card যেটি ব্যাঙ্ক এ account খোলার সঙ্গে দেওয়া হয়। আর অপরটি Credit card যেটা খুব অল্প সংখক ব্যাক্তি পেয়ে থাকে

Credit Card কি ?

ক্রেডিট কার্ড একধরণের পেমেন্ট কার্ড যেটি ব্যাঙ্ক দ্বারা প্রদান করা কিছু স্পেশাল গ্রাহক কে। এই কার্ড এ পূর্ব নির্ধারিত ব্যায় সীমা সেট করে দেওয়া হয় ব্যাঙ্ক থেকে যেটি আপনাকে Cashless transaction করতে সাহায্য করে।

কিভাবে পাবেন ? এবং কিছু বিশেষ বৈশিষ্ট 

ক্রেডিট কার্ড পেতে গেলে আপনাকে বিশেষ কিছু জিনিস মেনে চলতে হবে

  • ব্যাঙ্ক এর সঙ্গে ভালো লেনদেন রাখতে হবে
  • বিশ্বস যোগ্য কাস্টমার হতে হবে
  • আপনার civil score ভালো থাকতে হবে
  • অধিক পরিমান loan নেওয়া থাকলে আপনি নাও পেতে পারেন

এই কিছু সাধারণ জিনিস আপনাদের মেনে চলতে হবে।

ক্রেডিট কার্ড কোনো ব্যাঙ্ক একাউন্ট এর সঙ্গে যুক্ত থাকে না ক্রেডিট কার্ড এ ব্যাঙ্ক আপনাকে নির্ধারিত সময়ের জন্য কিছু টাকা দেয় (টাকার লিমিট তা ব্যাঙ্ক নির্ধারণ করেন ) এবং সেই টাকা ৪৫ থেকে ৫০ দিনের মধ্যে আপনাকে ব্যাঙ্ক কে return করতে হয়।

ক্রেডিট কার্ড এ যেমন সুবিধে আছে তেমন কিছু অসুবিধেও আছে আসুন একে একে দেখা যাক সুবিধে গুলি এবং অসুবিধে গুলি

ক্রেডিট কার্ড এর সুবিধে (Advantage of Credit Card)

  1. সহজ ক্রেডিট :- যেহেতু ক্রেডিট কার্ড ব্যাঙ্ক একাউন্ট এর সঙ্গে যুক্ত থাকে না তাই ক্রেডিট কার্ড দিয়ে আপনি অতিরিক্ত খরচ করা যাই (অব্যশই নির্ধারিত amount টি খরচ করতে পারবেন ) .
  2. সহজ লোন (Easy EMI) :- আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করে খুব সহজেই EMI এ কোনো কিছু জিনিস কিনতে পারবেন। যেটা ডেবিট কার্ড এ সম্ভব নয়।
  3. Easy Shopping Payment :- ডেবিট কার্ড এর মতো ক্রেডিট কার্ড এ কোনো পাসওয়ার্ড এর ব্যবহার করা হয় না তাই কেনাকাটার সময় খুব সহজেই পেমেন্ট করা যাই।
  4. ক্যাশব্যাক (Cashback) :- ডেবিট কার্ড এর তুলনায় ক্রেডিট কার্ড এ বেশি অফার এবং ক্যাশব্যাক পাওয়া যাই যার ফলে shopping বা কেনাকাটা আরো সহজ হয়ে যাই।
  5. খরচের রেকর্ড (Record of Expense) :- ক্রেডিট কার্ড এ খরচের সম্পূর্ণ তথ্য পাওয়া যাই। যার ফলে খরচের খাতা টা একটু কম করা যায়।

 

ক্রেডিট কার্ড এর অসুবিধা (Disadvantage Of Credit Card)

  1. নিরাপত্তা (Security) :- যেহেতু ক্রেডিট কার্ড এ কোনো প্রকার পাসওয়ার্ড এর ব্যবহার করা হয় না তাই যদি অন্য কোনো ব্যাক্তির হাতে কার্ড টি পরে যাই তাহলে আপনার সমস্ত টাকা এক নিমেষেই শেষ হয়ে যাবে।
  2. overspending :- ক্রেডিট কার্ড এ কোনো লিমিট না থাকার জন্য প্রজনের থেকে অতিরিক্ত খরচ বা overspending করে ফেলে।
  3. High Interest Charge :- ক্রেডিট কার্ড এর খরচ করা টাকা ব্যাঙ্ক এ ৪৫ থেকে ৫০ দিনের মধ্যে পেমেন্ট না করলে ব্যাঙ্ক অতিরিক্ত চার্জ ধার্য করে।
  4. টাকা তোলা (Cash Withdrawal) :- আপনি ভুলেও যদি ক্রেডিট কার্ড থেকে টাকা তোলেন তার penalty হিসাবে মোটা অংকের টাকা আপনাকে ব্যাঙ্ক কে দিয়ে হবে। তাই ক্রেডিট কার্ড থেকে টাকা তোলার আগে ভেবে দেখবেন।

Debit Card কি ?

debit card একটি প্লাষ্টিক কার্ড যেটি আমাদের ব্যাঙ্ক থেকে electronically মাধ্যমে টাকা transfer, withdraw এবং অনলাইন কেনাকাটা করতে সাহায্য করে।

কিভাবে পাবেন? এবং কিছু বৈশিষ্ট 

ডেবিট কার্ড পেতে গেলে আপনার একটি ব্যাঙ্ক একাউন্ট থাকা জরুরি।

কারণ ক্রেডিট কার্ড এর মতন ডেবিট কার্ড এ ব্যাঙ্ক থেকে লোন দেওয়া হয়না।

ডেবিট কার্ড টি আপনি ততক্ষন এ ব্যবহার করতে পারবেন যতক্ষণ আপনার ব্যাঙ্ক একাউন্ট এ টাকা আছে।

ক্রেডিট কার্ড এর মতন ডেবিট কার্ড ও কিছু সুবিধা এবং সুবিধা রয়েছে

ডেবিট কার্ড এর সুবিধা (Advantage of Credit Card)

  1. সুরক্ষা (Security):- ক্রেডিট কার্ড এর তুলনায় ডেবিট কার্ড এ অনেক বেশি সুরক্ষিত কারণ এতে পিন লক এবং ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) এর ব্যবহার হয়।
  2. অতিরিক্ত খরচ :- ডেবিট কার্ড ব্যাঙ্ক একাউন্ট এর সঙ্গে যুক্ত থাকার কারণে অতিরিক্ত খরচ ও কম হয়।
  3. ডেবিট কার্ড সব জায়গায় ব্যবহৃত হয়।
  4. cash withdrawal:- ডেবিট কার্ড এ অনলাইন shopping এর পাশাপাশি cash withdrawal ও করা যাই তাতে ব্যাঙ্ক কোনো রকম penalty কাটা হয়না।

ডেবিট কার্ড এ যেমন সুবিধা রয়েছে তেমন কিছু অসুবিধাও রয়েছে

ডেবিট কার্ড এর অসুবিধা (Disadvantage Of Credit Card)

  1. ডেবিট কার্ড এ কোনো pre credit allowance পাওয়া যায়না
  2. ডেবিট কার্ড এ প্রসেসিং এবং বাৎসরিক maintenance charges ব্যাঙ্ক কে দিতে হয়
  3. ডেবিট কার্ড ব্যাঙ্ক একাউন্ট এ যতোটুকু ফান্ড আছে ততটাই ব্যাবহার করতে পারবে।
  4. ডেবিট কার্ড এ cash withdrawal লিমিট খুবই কম। তাই অধিক ক্যাশ এর প্রয়োজন হলে ব্যবহার কারী দের একটি সমস্যার সম্মুখীন হতে হয়।

আমাদের শেষ কথা :- যখনি ক্রেডিট কার্ড ব্যবহার করবেন একটু ভেবে করবেন যাতে আপনি অতিরিক্ত টাকা খরচ না করে ফেলেন।

তো কেমন লাগলো আজকের এই আর্টিকেল টি ভালো লাগলে অব্যশই comment করে জানান।

আর যদি এখানে কোনো point ছেড়ে গিয়ে থাকে তাও comment করে অব্যশই জানান। আপনার মন্তব্য আমাদের কাছে খুবই গুরুপ্তপূর্ণ।

ধন্যবাদ।