পুলিশ কিভাবে মোবাইল ফোনে ট্র্যাক করে ?

হ্যালো বন্ধুরা আমরা সকলেই সিনেমাতে দেখেছি পুলিশ কত সহজেই একটি ফোন কে ট্রাক করে অপরাধী কে ধরে ফেলছে।

কিন্তু বাস্তব এর ক্ষেত্রে বিষয় টা আলাদা।

কেন আলাদা জানবো আজকে।

সঙ্গে এটাও জন্য যে কিভাবে পুলিশ মোবাইল ফোন ট্রাক করে (how police track lost mobile phone)

মোবাইল ফোন ট্র্যাক করতে পুলিশ এর প্রাথমিক ভাবে IMEI এর প্রয়োজন হয়।

IMEI নম্বর কি ?

IMEI হলো (international mobile equipment identity) ১৫ ডিজিট এর একটি ইউনিক নাম্বার যা মোবাইল ফোন নির্মাতা দ্বারা প্রতিটি ফোন এ দেওয়া হয়।

এটার দ্বারা mobile কবে তৌরি হয়েছিল এবং তার সিরিয়াল নম্বর থেকে শুরু করে মোবাইলে কোন সিম ব্যাবহার হচ্ছে তার সমস্ত তথ্য এর মধ্যে বজায় থাকে।

IMEI দিয়ে কিভাবে ফোন ট্র্যাক করা হয় ?

যেহেতু imei তে গুরুপ্ত পূর্ণ তথ্য থাকে। তাই পুলিশ emei টি থেকে দেখে কোন সিম ব্যবহার হচ্ছে এবং সেই সিম কার্ড টিকে ট্র্যাক করে। এক্ষেত্রে সিম কোম্পানি গুলো তাদের সম্পূর্ণ সহযোগিতা করে।

সিম কার্ড দিয়ে কিভাবে ট্র্যাক করে মোবাইল ফো। 

একটি সিম কার্ড দিয়ে কখনোই একটি ফোন এর সঠিক লোকেশন পাওয়া সম্ভব নয়।

একটি ফোন কে খুঁজতে পুলিশ ট্রায়াঙ্গল প্রক্রিয়ার সাহায্য নেয়।

ট্রায়াঙ্গল প্রকিয়া কিভাবে কাজ করে 

যেকোনো সিম কে ট্রাক করতে হলে সেই সিম টি কোন পার্শবর্তী নেটওয়ার্ক বা টাওয়ারের সঙ্গে যুক্ত আছে সেটিকে লক্ষ করতে হয়। কিন্তু একটু টাওয়ার দিয়ে ট্র্যাক করা সম্ভম নোই কারণ একটি টাওয়ারের থেকে ফোন টা কতটা দূরে আছে জানা গেলেও ফোনটির সঠিক কোন জায়গায় আছে সেটা যায়না।

ধরা যাক ফোন টি ১ নম্বর টাওয়ার থেকে ১০ কিলোমিটার দূরে আছে কিন্তু এই ১০ কিলোমিটার উত্তর,দক্ষিণ,পূর্ব,পশ্চিম যেকোনো দিকে হতে পারে।

আবার দুটো টাওয়ার হলেও মুশকিল সেখানেও প্রথম তার মতোই একই সমস্যা চলে আসবে। তাই এই সব সমস্যা থেকে সমাধান পেতে ৩টি টাওয়ার কে ব্যবহার করা হয় যাকে ট্রায়াঙ্গল প্রকিয়া বলা হয়।

তিনটি টাওয়ার থেকে তিন দিক দিয়ে পরিমাপ করা হয় যদি ১০ কিলোমিটার থাকে তাহলে ১০ কিলোমিটার radius এর মধ্যে তিনটি ত্রিভুজ আকৃতি ছক করে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় টাওয়ার কে একে একে পরিমাপ করে করে।

যেমন টি নিচের ছবিতে দেওয়া আছে।

এই পদ্ধতি কাজে লাগিয়ে পুলিশ চুরি বা হারিয়ে যাওয়া ফোন কে খুঁজতে সক্ষম হয়।

আমাদের শেষ কথা 

আশাকরছি আজকের এই আর্টিকেল এ নতুন কিছু শিখলেন। যদি কোনো প্রশ্ন বা কিছু পরামর্শ থাকে তাহলে নিচে কমেন্ট বাক্স এ কমেক্ট করে অব্যশই জিজ্ঞাসা করবেন।

আপনাদের মন্তব্য আমাদের কাছে খুবই গুরুপ্ত পূর্ণ

2 thoughts on “পুলিশ কিভাবে মোবাইল ফোনে ট্র্যাক করে ?”

Leave a Comment