E-Sim কি ? কিভাবে কাজ করে ?

প্রযুক্তি তার প্রতিনিয়ত নতুন নতুন আপডেট এ আমাদের যেমন মুগ্ধ করেছে।

সেখানে সিম এর ও ব্যাতিক্রম হয়নি  বিগত কয়েক বছর ধরে বেশ অনেক নতুন আপডেট এসেছে Nano sim থেকে Micro sim

সিম ছাড়া একটি ফোন অচল। কারণ এই সিম এর জন্যই একে অপরের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায়।

মোবাইল ফোনের শুরু থেকেই আমরা সিম ব্যবহার করে আসছি। কিন্তু সেটা প্লাস্টিক এর সিম।

সেই দিন শেষ হতে চলেছে কারণ এখন Apple থেকে শুরু করে Samsung এর মতো বড়ো বড়ো টেক কোম্পানী গুলো তাদের device এ সেটা স্মার্ট ফোন হোক বা smart watch তারা E-Sim কে ব্যবহার করছে।

কিন্তু এই E-Sim কি? কিভাবে কাজ করে বিস্তারিত এই বিষয় নিয়ে আলোচনা করবো আজকের এই আর্টিকেল এ।

E-Sim সম্পর্কে জানতে হলে আগে আমাদের Sim এর টেকনোলজি টিকে বুঝতে হবে।

SIM কার্ড কি ? কিভাবে কাজ করে 

SIM এর পুরো অর্থ হলো (Subscriber Identity Module) এটি একটি চিপ যুক্ত প্লাষ্টিক কার্ড।

যেটির মাধ্যমে ফোন কল , ম্যাসেজ এবং Internet এর মতো সুবিধে পেয়ে থাকি।

এটি Mobile Device এর unique Serial এবং IMEI (International Mobile Equipment Identity) এর মতো গুরুপ্তপূর্ণ তথ্য সংরক্ষণ করে রাখে।

সিম কার্ড প্লাষ্টিক এর হয়ে থাকে। এবং এর মধ্যে সোনালী কালার এর একটি সার্কিট বসানো থাকে।

প্রতিটি সিম এর আলাদা আলাদা নম্বর হয়ে থাকে যা সেই কোম্পানি দ্বারা প্রদান করে থাকে।

E-Sim কি? কিভাবে কাজ করে  

E-Sim এর পুরো অর্থ হলো হলো Embedded Subscriber Identity Module

এটি একটি চিপ যেটি মোবাইল কোম্পানি গুলো আগে থেকে মোদারবোর্ড এ এটাকে ফিট করে দেয়।

Physical sim card এর মতো এটাকে মোবাইলে ঢোকানো যায়না।

সিম কোম্পানি দ্বারা দেওয়া নম্বর দিয়ে মোবাইল এর সেটিংস এ গিয়ে এই সিম চালু করতে হয়।

E-Sim এর সুবিধে
  • নতুন সিম ছাড়াই অপারেটর পরিবর্তন সম্ভব
  • Batter signal strength e-sim এ physical সিম এর তুলনায় ভালো সিগন্যাল পাওয়া যাই
  • E -sim যেহেতু embedded অবস্থায় থাকে তাই Physical সিম এর অনেক জায়গা বেঁচে যাই যার ফলে মোবাইল গুলোকে আরো compact এবং ছোট করা যায়
কোন কোন ফোনে এই E-sim এর সুবিধা আছে 
  • Iphone 13 Series, Iphone 12 Series, ipad
  • Samsung S22, samsung S21, samsung smart watch
  • Google Pixel 6 series, Google Pixel 5 series, Google Pixel 4 Series

1 thought on “E-Sim কি ? কিভাবে কাজ করে ?”

Leave a Comment