যখনই আমাদের মোবাইলের ডিসপ্লের কথা আসে তখনই গরিলা গ্লাস (Gorila Glass) শব্দ টা কানে আসে। তো এই গরিলা গ্লাস এর কাজ কি ? আর মোবাইল এ গরিলা গ্লাস কেন ব্যবহার করা হয় ? আর এই গরিলা গ্লাস মোবাইল ফোন এর ডিসপ্লে কে কিভাবেই বা সুরক্ষিত রাখে বিস্তারিত জন্য আজকের এই আর্টিকেল এর মাধ্যমে।
গরিলা গ্লাস কি?
গরিলা গ্লাস হলো একটি মজবুত গ্লাস যেটি Alkali Aluminosilicate এর পাতলা sheet দিয়ে তৌরি।
গরিলা গ্লাস মূলত ইলেক্ট্রনিক ডিভাইস এ ব্যবহৃত হয়। যেমন , মোবাইল ,টিভি , ল্যাপটপ এবং স্মার্টওয়াচ।
গরিলা গ্লাস খুবই স্ক্রাচ রেসিস্টেন্ট হয়।
গরিলা গ্লাস এর ইতিহাস
সময়টা ছিল ১৯৫২ সাল যখন কর্নিং এর ল্যাবরোটারী তে কিছু বিজ্ঞানিক তাদের Photosensitive গ্লাস এর পরীক্ষার জন্য চুল্লিতে রাখে।
কিন্তু পর মুহূর্তে চুল্লির তাপমাত্রা ৯০০ ডিগ্ৰী সেলসিয়াস হয়ে ওদের। তখন বৈজ্ঞানিকরা ধরেই নেয় যে তাদের পরীক্ষা (Experiment) বার্থ হয়ে গাছে।
বৈজ্ঞানিক রা তখনও বুঝতে পারেনি যে তাদের অজান্তেই তাঁরা কি আবিষ্কার করে ফেলেছে।
অতএব গোলে যাওয়া পদার্থটি যখন যখন চুল্লি থেকে বের করলো তখন দেখলো যে সেটি একটি পাতলা এবং মজবুত কাঁচে পরিবর্তন হয়েছে।
এবং ২০০৮ সালে গোটা বিশ্ববাজারে কর্নিং তাদের প্রথম গরিলা গ্লাস প্রকাশ্যে আনে।
তখন গরিলা গ্লাস স্ক্রাচ রেসিস্টেন্ট এর পাশাপাশি একটু মোটেও ছিল এবং বিগত কয়েক বছরে কর্নিং তাদের গরিলা গ্লাস এ অনেক পরিবর্তন আনে।
কর্নিং গরিলা গ্লাস ২
২০১২ শুরুর দিকেই কর্নিং তাদের নতুন প্রজন্মের গরিলা গ্লাস লঞ্চ করে। এবং সেটি আগের তুলনায় পাতলা ছিল। কর্নিং গরিলা গ্লাস ২ পাতলা হওয়ার কারণে অনেক টাচ রেস্পন্ডস এবং টাচ সেন্সিভিটি অনেক ভালো ছিল।
কর্নিং গরিলা গ্লাস ৩
কর্নিং তাদের তৃতীয় প্রজন্মের গরিলা গ্লাস এ একটি নতুন টেকনোলজি NDA (Native Damage Resistant) এর উদ্ভাবন করেন। যার ফলে কর্নিং গরিলা গ্লাস আগের তুলনায় অনেক গুন্ বেশি মজবুত ও শক্তিশালী হয়।
কর্নিং গরিলা গ্লাস ৪
এই গরিলা গ্লাস আগের তুলনায় বেশি scratch resistant এবং এটি Drop test পাস ও করেছে যার মানে একটি নিদিষ্ট উচ্চতা থেকে এটি নিচের দিকে ফেললে এই গ্লাস এর কোনো ক্ষতি হবে না।
কর্নিং গরিলা গ্লাস ৫
কর্নিং এর এই গরিলা গ্লাস অনেক success পেয়েছে গরিলা গ্লাস ৪ এর তুলনায়। কর্নিং গরিলা গ্লাস ৫ গরিলা গ্লাস ৪ এর তুলনায় অনেক মজবুত।
কর্নিং তাদের প্রতিটি version এর গ্লাস এই দেখছি শক্তিশালী (Durable) আর scratch resistant আগের তুলনায় অনেক বৃদ্ধি করেছে।
কর্নিং গরিলা গ্লাস ৬
কর্নিং গরিলা গ্লাস ৬ কে ১.৬ মিটার যেটা কিনা বিশ্বের একটি ন্যূনতম উচ্চতা। সেই ১.৬ মিটার উচ্চতা থেকে একের অধিক বার শক্ত এবং রাফ সারফেস এ ফেলেও কোনো ক্ষতি হয়নি। যেখানে অন্য গ্লাস একেবারেই ভেঙে গিয়েছে।
এক্ষেত্রে বোঝাই যাই যে কর্নিং গরিলা গ্লাস ৬ সবচেয়ে শক্তিশালী এবং Durable glass।
আরও পড়ুন: IPS নাকি AMOLED কোন ডিসপ্লেটি ভালো
আরও পড়ুন: গ্রাফিক্স কার্ড কি
গরিলা গ্লাস এর উপকারিতা
গরিলা গ্লাস যে খুব শক্তিশালী হয় তা তো আমরা আগেই জেনেছি। কিন্তু শুধুইকি শক্তিশালী নাকি আরো কিছু বৈশিষ্ট আছে চলো জেনে নিয়।
গরিলা গ্লাস এর উপকারিতা (Advantage Of Gorila Glass)
- সাধারণ গ্লাস (কাঁচ) এর থেকে অনেক শক্তিশালী এবং মজবুত হয়
- গরিলা গ্লাস সাধারণ কাঁচের থেকে অনেক হালকা হয়
- গরিলা গ্লাস দেখতেও অনেক সুন্দর হয়। তাই শুধু গরিলা গ্লাস সামনের স্ক্রিন এ ব্যবহার এর সঙ্গে সঙ্গে মোবাইলের পেছন (Back Side) দিকেও ব্যবহার করা হয়। আর তা কতটা সুন্দর লাগে সেটা আর বলার অপেক্ষা রাখে না।
- এই গ্লাস সাধারণ গ্লাস এর তুলনায় অনেক পাতলা হয়
- যেহেতু গরিলা গ্লাস তৌরি হয় অনেক উত্তাপে তাই এই গ্লাস অনেক তাপ সহ্য করতে পারে
গরিলা গ্লাস এর অপকারিতা (Disadvantage Of Gorila Glass)
এই পৃথিবীতে প্রতিটা জিনিসের কিছু না কিছু খারাপ দিক আছে।
- এই গ্লাস তৌরি করতে অনেক সময় লাগে
- গরিলা গ্লাস তৌরির ক্ষেত্রে অনেক কেমিক্যাল এর ব্যবহার করা হয়
- গরিলা গ্লাস Screen resistant হয় কিন্তু screen proof হয়না
গরিলা গ্লাস নাকি ড্রাগনট্রেল গ্লাস কোনটি ভালো
দুটো গ্লাস এর মধ্যে তেমন কিছু বিশেষ করে তফাৎ নেই। দুটো গ্লাস এ স্ক্রিন screen resistant অর্থাৎ কোনো গ্লাস এ পুরো পুরি ভাবে দাগ (Scratch) কে আটকাতে পারবে না। আর screen proof মানে সম্পূর্ণ scratch আটকাতে পারবে। তো সেই দিক থেকে দেখতে গেলে দুটোই সমান্তরাল
গরিলা গ্লাস মোবাইলে ব্যবহার করা হয় কোনো ?
এখন প্রশ্ন আসতেই পারে যে যদি গরিলা গ্লাস পুরো পুরি scratch আটকাতে না পারে তাহলে গরিলা গ্লাস মোবাইলে ব্যবহার করা হয় কোনো।
চলুন একটা ব্যাখ্যা করে বোঝা যাক।
যেকোনো জিনিস দিয়ে গরিলা গ্লাস এ দাগ করা যাবে না কারণ এখানে কাজ করে ” mohs hardness scale ” যেমন-
হাতের নখ | ২.৫ |
কয়েন / তামার কয়েন | ৩.৫ |
ছুরি | ৫.৫ |
পেরোক | ৬.৫ |
বালি | ৯ |
আর একটি গরিলা গ্লাস এর hardness হয় ৬.৫ তাই ৬.৫ এর নিচে বা তার সমতুল্য কোনো জিনিস দিয়ে দাগ করার চেষ্টা করলে সেটা কখনোই করা যাবে না।
কিন্তু তার বেশি হার্ডনেস এর কিছু দিয়ে দাগ করার চেষ্টা করলে অব্যশই দাগ হবে যেমন টি আমায় উপরে বলেছি।
ওখানে বালি কে বেশি হার্ডনেস এর নাম্বার (৯) এ রাখা হয়েছে তাই একটা ছোটো বালির কোন কিন্তু আপনার গরিলা গ্লাস এ Scratch বা দাগ অনায়াসেই করতে পারবে।
তো এবার বোঝা গেলো যে যদি পকেট এ চাবি বা কয়েন জাতীয় কোনো জিনিস থাকে তাহলে আমাদের গরিলা গ্লাস এর কোনো ক্ষতি হবে না
তাই মোবাইলের উপর ধূলিকণা (Dust particles) পড়বে সেটাকে আগে ফু দিয়ে উড়িয়ে যেকোনো micro fiber cloth দিয়ে আস্তে আস্তে পরিষ্কার করে ফেলতে হবে.
আরও পড়ুন: Image Stabilization কি কিভাবে কাজ করে ? EIS, OIS , SSS এর মধ্যে পার্থক্য কি
আমাদের শেষ কথা
তো বন্ধুরা আজকের এই আর্টিকেল টি আপনাদের কেমন লাগলো আসা করি নতুন কিছু শিখেছেন। যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে অন্যদের সাথে অব্যশই শেয়ার করুন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন। আর যদি কিছু উপদেশ থাকে তাহলে না দিয়ে যাবেন না।
ভালো লাগলো, অনেক ধন্যবাদ। 👍
অনেক অনেক ধন্যবাদ আপনার গুরুপ্তপূর্ণ মন্তব্যের জন্য। আবার ভিসিট করবেন