VI নিয়ে এসেছে CLOUD PLAY আপনি কি জানেন এর মধ্যে কি সুবিধা পাওয়া যাবে না জানলে জেনে নিন

VI CLOUD

VI (vodafone idea ) CLOUD PLAY নামে একটি নতুন পরিষেবা চালু করেছে । প্যারিসের গেমিং সংস্থা কেয়ারগেম এর সাথে যুক্ত হইয়া এই পরিষেবা চালু করেছে এই প্লাটফর্ম টির লক্ষ্য হলো অ্যাকশন এডভেঞ্চার রাসিইং স্পোর্টস এর মতো গেম গুলি কে আরো উন্নত করে স্মুথ গেমের অভিজ্ঞতা দেয়াও ।

আরো পড়ুন : Apple iPhone 16 pro , 16 pro max : নিউ লুক নিয়ে কি লঞ্চ হচ্ছে iphone ১৬ প্রো এবং ১৬ প্রো ম্যাক্স আসুন বিস্তারিত জানি।

এই গেমিং পরিষেবাটি Asphalt 9; Modern Combat 5, Subway Surfers মতো গেমের সাথে শুরু করা হইয়াছে আগামী দিনে আরো গেম যুক্ত করা হবে বলে আসা করা হচ্ছে । এই পরিষেবা টি মাসিক সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করতে পারেন এখন প্লাটফর্মটি গামেইং করতে গেলে ১৪০ টাকা মাসিক সাবস্ক্রিপশন কিনতে হবে । তারআগে কিছু দিন ফ্রি ব্যবহার করতে দিতে পারে । এবার থেকে প্রত্যেকটি গেম খেলার জন্য সব গেম ডাউনলোড করতে হবে না ।ক্লাউড প্লে তেই পেয়ে যাবেন সেই কারণে র আপনার ফোনের মেমোরি গেমের জন্য পূর্ণ থাকবে না । ক্লাউড প্লেতে গেম খেলার জন্য সরাসরি ওয়েবসাইট থেকে প্লে করতে পারেন বা app টিও ব্যবহার করতে পারেন । এই প্লাটফর্ম টি android এবং ios দুটোই ব্যবহার করতে পারবে । ক্লাউড প্লে তে গুণমান গেম প্লের জন্য আর দামি মোবাইলের প্রয়োজন নাই সব স্মার্ট ফোনেই ক্লাউড প্লের মাধ্যমে সব রকম গেম খালা যেতে পারে ।

এই application টা গেমপ্রেমী দের জন্য খুবই জনপ্রিয়তা পেতে চলেছে ।আপনিও যদি গেম খেলতে পছন্দ করেন তাহলে প্লে করে দেখুন

https://vi.caregame.com

Leave a Comment