Snapdragon এবং Mediatek এর মধ্যে কোনটি ভালো

হ্যালো বন্ধুরা আমরা সময় ফোন কিনতে যাওয়ার আগে ‘Snapdragon ফোন নেবো নাকি mediatek এর ফোন নেবো সেই নিয়ে অনেক প্রশ্ন থাকে।

এটা নিয়ে অনেকে চিন্তায় পরে যাই। তো বন্ধুরা চিন্তার আর কোনো কারণ নেই। কারণ আজ আমি স্ন্যাপড্রাগন নাকি মিডিয়াটেক কোনটা কেনা উচিত সেই বিষয় এ বিস্তারিত আলোচনা করবো।

Mediatek :- কিছু বছর আগে ফিরে যদি দেখি বাজারে মিডিয়াটেক এর থেকে হয়তো আর কোনো প্রসেসর নেই যাদের ব্যবহার কারীদের ট্রল এর মুখে পড়তে হয়নি।

বর্তমানে মিডিয়াটেক তাদের প্রসেসর এ অনেক প্ৰতিবর্তন এনেছে। এবং মিডিয়াটেক P সিরিজ G সিরিজ এবং dimensity মতো প্রসেসর এনে অনেকটাই জায়গা করে নিয়েছে।

বর্তমানে dimensity mediatek এর একটি উন্নতমানের 5G প্রসেসর হিসাবে দেখছেন বিশেষজ্ঞরা।

মিডিয়াটেক কে ভালো না মানার পেছনে কিছু নেগেটিভ দিক ও ছিল

১) Optimization Issue : মিডিয়াটেক এর প্রসেসর তাদের অপ্টিমাইজেশন এর জন্য অনেক পিছিয়ে গিয়ে ছিল যা ব্যবহার করি দের কাছে খুব একটা ভালো এক্সপেরিয়েন্স ছিল না।

২) Late Update: স্ন্যাপড্রাগন এর তুলনায় মিডিয়াটেক এর অনেক দেরিতে আপডেট আসে।

৩) Custom Rom Support : অনেক ব্যবহারকারী আছে যারা প্রায় দিন তাদের rom পরিবর্তন করতে পছন্দ করেন। কিন্তু মিডিয়াটেক এর ক্ষেত্রে সেটার অনেকটা লিমিটেশন রয়েছে।

৪) G-Cam Support : মিডিয়াটেক এ g-cam এর সাপোর্ট খুব একটা ভালো হয়।

মিডিয়াটেক এর কিছু ভালো প্রসেসর এর লিস্ট

 

1 Dimensity 1200
2 Dimensity 1100
3 Dimensity 1000+
4 Dimensity 1000
5 Dimensity 1000L
6 Dimensity 1000C
7 Dimensity 820
8 Dimensity 800U
9 Dimensity 800
10 Dimensity 720
11 Dimensity 700
12 Helio G95
13 Helio G90T

Mediatek কি gaming এর জন্য ভালো হবে

আগের তুলনায় মিডিয়াটেক তাদের প্রসেসর এ অনেক বদল এনেছে গেমিং ব্যবহার করি দের কথা মাথায় রেখে। এন্ট্রি লেভেল থেকে ফ্ল্যাগশিপ লেভেল পর্যন্ত অনেক ভালো প্রসেসর আছে। যেগুলো দাম এর তুলনায় খুবই ভালো পারফরম্যান্স দেয়।

আপনি যদি কম দামে ভালো গেমিং প্রসেসর খুঁজছেন তাহলে মিডিয়াটেক একটি ভালো অপসন হবে আপনার জন্য।

Snapdragon

স্ন্যাপড্রাগন সব সময় চর্চিত একটি প্রসেসর নরমাল ব্যবহার থেকে শুরু করে গেমিং পর্যন্ত সবারই পছন্দের চিপসেট।

সূত্র থেকে পাওয়া খবর যে স্ন্যাপড্রাগন তাদের বেশ কিছু ৪জি প্রসেসর বাজার থেকে তুলে। ৫জি প্রসেসর লঞ্চ করতে চলেছে।

কেন স্ন্যাপড্রাগন প্রসেসর এর এত চাহিদা

১) Customer Demand : স্ন্যাপড্রাগন এর বিশেষ বৈশিষ্ট হলো তারা কমদামের ফোনের জন্য উন্নত মানের প্রসেসর বানাই হয়তো সেই কারণেই স্ন্যাপড্রাগন তাদের কাস্টমারের কাছে বেশি প্রিয়।

২) Gaming : বর্তমান মার্কেট এর দিকে দেখলে দেখতে পাবেন যে যত ফ্ল্যাগশিপ ফোন দেখা তার বেশির ভাগ ফোন এই স্ন্যাপড্রাগন এর প্রসেসর বা চিপ ব্যবহার হচ্ছে। আর গেমিং এর দিক থেকে স্ন্যাপড্রাগন এর থেকে ভালো র কিছু হতেই পারে না।

৩) Optimization : অপ্টিমিজটিও এর দিক থেকে স্ন্যাপড্রাগন খুবই ভালো। এখানে আপডেট এর সঙ্গে সঙ্গে নতুন টেকনোলজি কেও ইমপ্লিমেন্ট করে।

৪) 5G support: বর্তমান সময়ে ৫জি ফোনের এর চাহিদা যেমন বেড়েছে তার সঙ্গে পাল্লা দিয়ে চিপসেট কোম্পানি গুলো তাদের প্রসেসর এ নতুন নতুন ব্যান্ড সাপোর্ট এবং আরো অনেক আপডেট আনছে সেই লিস্ট এ স্ন্যাপড্রাগন আছে।

Mobile Phone কেনার সময় কোন প্রসেসর নেওয়া উচিত?

প্রসেসর কোনটা নেবেন সেটি আপনার ব্যবহার এর উপর নির্ভর করবে কারণ মিডিয়াটেক এবং স্ন্যাপড্রাগন দুটো প্রসেসর উন্নতমানের।

আপনি যদি মিডরেঞ্জ কিংবা গেমিং ফোন খোঁজেন তাহলে স্ন্যাপড্রাগন এর দিকে যেতে পারেন।

আর যদি নরমাল ব্যবহার এবং ভালো ৫জি ফোন চান তাহলে মিডিয়াটেক ডিমেন্সিটি নিতে পারেন।

 

1 thought on “Snapdragon এবং Mediatek এর মধ্যে কোনটি ভালো”

Comments are closed.