Oppo Reno 12 Pro 5G আজ থেকে শুরু হচ্ছে সেল দেখেনিন, দাম এবং ফিচার

Oppo Reno 12 Pro 5G আজই শুরু হচ্ছে সেল। গত সপ্তাহে reno সিরিজ এর এই ফোনটি লঞ্চ হয়েছিল। আজি তার প্রথম সেল। অসাধারণ কিছু ফিচার এর সঙ্গে আসছে এই ফোনটি থাকছে সুপার এমোলেড ডিসপ্লে ১২০ হার্জে রিফ্রেশ রেট এর সঙ্গে। ট্রিপল রিয়ার ক্যামেরা থাকছে বেশ নজরকাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সাপোর্ট। মিডিয়াটেক ডিমেন্সিটি ৭৩০০ চিপসেট।

Oppo Reno 12 Pro 5G দাম

Oppo Reno 12 Pro 5G ১২ জিবি এবং ২৫৬ জিবির দাম ৩৬,৯৯৯ টাকা এবং ১২ জিবি ৫১২ জিবির দাম ৪০,৯৯৯ টাকা রাখা হয়েছে। এবং সাথে থাকছে বেশ কিছু ব্যাঙ্ক ক্যাশব্যাক অফার।

Read More – OnePlus Nord CE 4 Lite 5G ভারতের বাজারে লাঞ্চ করছে চলতি মাসেই। জানুন ফিচার সম্পর্কে

Read More – Honor 200: Snapdragon 7 Gen 3, ১০০ ওয়াট চার্জিং সাথে লঞ্চ হলো, দেখে নিন ফিচার

Oppo Reno 12 Pro 5G স্পেসিফিকেশন

ডিসপ্লে – ৬.৭ ইঞ্চির ফুল এইচডি (1,080×2,412 pixels) কার্ভ এমোলেড ডিসপ্লে সঙ্গে ১২০ হার্জে রিফ্রেশ রেট এবং HDR১০+ সাপোর্ট করবে পিক ব্রিগটনেস ১২০০ নিটস রাখা হয়েছে। ডিসপ্লে টি কর্নিং গরিলা গ্লাস ভিক্টস ২ এর প্রোটেকশন দেওয়া হয়েছে।

প্রসেসর – MediaTek Dimensity 7300-Energy চিপসেট ১২ জিবি LPDDR4X  ram ৫১২ জিবি স্টোরেজ ufs ৩.১ স্টোরেজ টাইপ এর সাপোর্ট।

ক্যামেরা – ফোনটিতে ট্রিপল ক্যামেরা সাপোর্ট দেওয়া হয়েছে ৫০ মেগাপিক্সেল এর মেন্ ক্যামেরা সেন্সর Sony LYT600 সঙ্গে OIS এর সাপোর্ট। ৮ মেগাপিক্সেল এর Sony IMX355 আলট্রা ওয়াইড সেন্সর। ৫০ মেগাপিক্সেল টেলিফোটো সেন্সর ২X অপটিক্যাল জুম্ এর সঙ্গে Samsung S5KJN5 সেন্সর। সেলফির জন্য দেওয়া হয়েছে ৫০ মেগাপিক্সেল এর Samsung S5KJN5 সেন্সর।

ব্যাটারী – পাওয়ার ব্যাকআপ এর জন্য রয়েছে ৫০০০ এমএইচ এর ব্যাটারী যেটিতে ৮০ ওয়াট এর SuperVOOC চার্জিং এর সাপোর্ট।