LSG vs GT: Here is the fantasy team and squads for the Lucknow Super Giants vs Gujarat Titans IPL 2024 match.
আজ সুপার সানডে আজকে প্রতিবারের মতই ২ ম্যাচ হবে দুপুর ৩ তে থেকে শুচু হচ্ছে MI vs DC আর সন্ধ্যায় ৭.৩০pm থেকে শুরু হচ্ছে LSG vs GT একদিকে থাকছে সুভমন গিল আর থাকছে KL রাহুল
LSG vs GT ম্যাচ টি খেলা হবে ভারত রত্ন শ্রী অটল বিহারি বাজপেয়ী ক্রিকেট স্টেডিয়াম এ ম্যাচ হতে চলেছে খুবই জমজমাট তার সাথে আজকে রবিবারের দিনে ম্যাচ দেখার একটা আলাদা অনুভূতি থাকছে। যেহেতু LSG তাদের তৃতীয় জয়ের খোঁজে আজকে মাঠে নামবে , অন্যদিকে GT তাদের ২ টি ম্যাচ হারার পর আজকে জয়লাভ এর জন্য মাঠে নামবে কে হবে তাহলে টি আজকের win টীম ?
IPL 2024 LSG vs GT: kl রাহুল LSG এর সামনে থাকবে সুবমান গিল এর গুজরাট আইপিএল এর ২১তম ম্যাচ এ সামনা সামনি হবে ২ টি টীম এর.
IPL 2024 প্রেডিকশন LSG ১১ vs GT : কে এল রাহুল (C /WK ) , কুইন্টন দে কোক , দেবদূত পাদিককাল , নিকোলাস পূরণ, মার্কস স্টোনিস , আয়ুষ বদনী , কুনাল পান্ডিয়া ,রাবি বিশনই ইয়াশ ঠাকুর , নবীন-উল – হ্ক মায়াঙ্ক যাদব
ইম্যাক্ট subs: M সিদ্ধার্থ , দীপক হুদা
IPL 2024 LSG vs GT: LSG এর মায়াঙ্ক যাদব বর্তমানে খুবই দুর্দান্ত ফর্ম এ থেকে সকলের মনোযোগ আকর্ষণ করেছেন। পৃথক পৃথক ম্যাচ এ তিনি প্লেয়ার ফ টি ম্যাচ হয়েছেন পাঞ্জাব কিংস এর বিরুদ্ধে তার ডেবুট ম্যাচে ২১ বছরের দারুন ফিগার নিয়ে ফিরে ছিলেন।
IPL 2024 GT প্রেডিকশন GT ১১ vs LSG : সুবমান গিল(C ), ঋদ্ধিমান সাহা (WK ), ডেভিড মিলার , সাি সুধারসন ,অভিনব মনোহর , রাহুল তেবাটিয়া ,জমাতুল্লাহ অমার্জই,রাশিদ খান , নূর আহমেদ , উমেশ যাদব , দর্শন নালকাণ্ডে।
ইমপ্যাক্ট সাব্স : মোহিত শর্মা , সাই কিশোর
আরও পড়ুন : Samsung Galaxy Watch FE : নতুন স্মার্টওয়াচ নিয়ে আসছে স্যামসুং
IPL 2024 LSG vs GT পিচের খবর কি ?
পিচের যা অবস্থা তাতে দেখা যাচ্ছে প্রেসার বেশি সাহায্য হয়েছে , পরিকল্পনা এটা থাকবে যে টস এ win হয়ে প্রথম এ টার্গেট দেওয়া তবে এই মাঠে ১৬০-১৮০ রান ওঠা খুবই চাপের বেপার হলেও হতে পারে।
আসুন আজি আজকের weather এর কি রিপোর্ট সামনে আসছে :
আজকে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা খুবই বেশি আছে , কোনো রকম বৃষ্টির পূর্ভাবাস নেই, ১০কিলোমিটার বেগে প্রতি ঘটায় হওয়াবহুল এক নরম আবেগ atmosphere থাকবে
1 thought on “IPL 2024 LSG vs GT: সুপার সানডে তাহলে কি LUCKNOW জয় এর হ্যাটট্রিক করবে ?”