হ্যালো বন্ধুরা কেমন আছেন আশাকরি সবাই ভালো আছেন। আজকের দিনে এমন মানুষ খুব এ কম আছেন যাদের কাছে স্মার্ট ফোন নেই আর আপনিও যদি স্মার্ট ফোন ব্যবহার করেন তাহলে আশা করি Gmail বা e-mail কথাটির সাথে খুবই পরিচিত কারণ এখন কাছে স্মার্ট ফোন থাকলে একটা Gmail id থাকতেই হবে নাহলে আপনি google এর কোনো সার্ভিস ব্যবহার করতে পারবেন না। যদি আপনি না জানেন যে কিভাবে একটি Gmail account খুলতে হয় তাহলে আর কিছু ক্ষণের মধ্যে আপনি শিখে যাবেন যে কিভাবে Gmail account কিভাবে খুলবো। চলুন দেখা যাক কিভাবে একটি জিমেইল একাউন্ট খুলতে হয়।
- Gmail account খোলার জন্য আপনাকে একটি ওয়েব ব্রাউসার বেছে নিতে হবে এবং সার্চ অপসন এ গিয়ে টাইপ করতে হবে gmail.com তার পর create an account অপসন এ ক্লিক করতে হবে।
- তার পর একটি ফ্রম এর স্ক্রিন আসবে যেখানে আপনাকে আপনার পরিচয় পত্র সঠিক ভাবে দিয়ে ফীল উপ করতে হবে –
- First name- এখানে আপনার নাম লিখবেন
- Last Name- এখানে আপনার surname লিখবেন
- Username – এখানে আপনার পছন্দের ইমেইল ID টি লিখবেন , যেমন example@gmail.com
- Password – আপনার পছন্দের একটি password সেট করুন। সব সময় চেষ্টা করবেন একটি শক্ত পাসওয়ার্ড তৌরি করতে যাতে সেটাকে কেও অনুমান না করতে পারে আপনি কি রকম পাসওয়ার্ড দিয়েছেন।
- Confirm – এখানে আপনার উপরে দেওয়া পাসওয়ার্ড টিকে দ্বিতীয় বার দিয়ে কন্ফার্ম করতে হবে।
next বাটন এ ক্লিক করলে পরের পেজ এ যাবে যেখানে আপনাকে কিছু স্টেপ ফলো করতে হবে
- Mobile number – এখানে আপনাকে আপনার মোবাইল এর নম্বর অ্যাড করতে হবে যাতে পরবর্তী কালে আপনার একাউন্ট কোনো সম্যসায় পড়লে মোবাইল নম্বর দিয়ে আপনার একাউন্ট রিকভার করতে পারবেন।
- Recovery email – যদি আপনি রিকভারি ইমেইল সেট করে রাখেন তাহলে মোবাইল নম্বর না থাকলেও আপনি আপনার মূল্যবান একাউন্ট টিকে ফিরে পেতে পারবেন।
- Date of birth – এখানে আপনার জন্ম তারিখটি দিন
- Gender – এখানে আপনার gender টিকে সিলেক্ট করুন
এবার আপনার কাছে একটি terms and condition এর একটি পেজ আসবে যদি আপনি google এর terms and condition টিতে সহমত থাকেন তাহলে i agree তে ক্লিক করুন ব্যাস আপনার কাজ শেষ আপনার gmail account তৌরি
আশাকরি আপনাদের আমার আর্টিকেল থেকে একটু হলেও সাহায্য হয়েছে যদি হয়ে থাকে তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। ধন্যবাদ