Android 13 আকর্ষণীয় কিছু ফিচার

হ্যালো বন্ধুরা প্রতিবারের মতো এবার গুগল তাদের নতুন এন্ড্রোইড os আপডেট নিয়ে চলে এসেছে।

কি কি বিশেষ আপডেট গুগল এনেছে জানবো আজকের এই আর্টিকেল এ।

এই ১৫ অগাস্ট এ google অফিসিয়াল তাদের লেটেস্ট ভার্সন যেটি বিশ্বের বৃহত্তম মোবাইল অপারেটিং সিস্টেম android 13 launch করে দিয়েছে।

যদি আপনি google pixel 4 কিংবা তার পরের কোনো google এর phone ব্যবহার করেন। তাহলে ইতিমধ্যেই আপনি আপনার মোবাইল Android 13 তে Update করতে পারবেন।

যাদের কাছে pixel এর ফোন নেই তাদের হতাশ হওয়ার কোনো দরকার নেই। কারণ চলতি বছরের শেষের দিকে নরমাল এন্ড্রোইড ফোন vivo, oppo, xiaomi, samsung, realme মতো ফোন গুলোতে আপডেট পেয়ে যাবেন।

Android 13 code name

google তাদের android সিস্টেম launch এর প্রথম থেকেই এন্ড্রোইড এর প্রতিটি ভার্সন এর আলাদা আলাদা নাম দিয়েছে। যেমন – Android 1.5 এর নাম ছিল ‘Cupcake’, Android 1.6 এর ‘Donut’, Android 2.0 ‘Eclair’, android 2.2 ‘Froyo’, android 2.3 ‘Gingerbread’, 3.0 ‘Honeycomb’, 4.0 ‘Ice Cream Sandwich’, 4.1 ‘Jelly Bean’, 4.4 ‘kitkat’, 5.0 ‘Lolipop’, 6.0 ‘Marshmallow’, 7.0 ‘Nougat’, 8.0 ‘Oreo’, Android 9.0 ‘Pie’,

এন্ড্রোইড 10 এর কোনো অফিসিয়াল নাম ছিল না এটাকে এন্ড্রোইড ১০ এ বলা হতো।

কিছু আনঅফিসিয়াল নাম ছিল Android 10 “Quince Tart”, Android 11 ” Red violet cake” , Android 12 “Snow cone”.

এবং এখন Android 13 এটার অপ্রকাশিত নাম ” Android Tiramisu”

এন্ড্রোইড ১৩ এর কিছু গুরুপ্ত পূর্ণ  ফীচার নিচে দেওয়া হলো।

Android 13 UI Desing 

গুগল তাদের এন্ড্রোইড এ UI (user interface) এ তেমন কিছু বড়ো পরিবর্তন না করলেও।

গুগল কিছু বিশেষ বৈশিষ্ট এবং ডিসাইন এর পরিবর্তন এনেছে।

Auto theming icon : এন্ড্রোইড ১৩ এ গুগল এপপ্স ছাড়াও non গুগল এপপ্স এ ওয়ালপেপার এর কালার এর সঙ্গে ম্যাচিং করে তাদের আইকন এর কালার প্ররিবর্তন করা যাবে।

android 13 feature
Image Source: Google

Clipboard Features এন্ড্রোইড ১৩ তে কোনো কিছু copy করলে সেটাকে তৎক্ষনাক এডিট করে আবার ব্যাবহার করা যাবে।

Security এবং Privacy update :

গুগল প্রতিবারের মতো এবারেও সিকিউরিটি এবং প্রাইভেসী নিয়ে অনেক বোরো সরো আপডেট এনেছে।

Near By WI-FI Device : এন্ড্রোইড ১২ এ কোনো এপপ্স খোলার প্রয়োজন হলে সেখানে location permission এর প্রয়োজন হতো। গুগল সেটাকে সরিয়ে  Wi-Fi ব্যাবহার করেছে। এটাও ইউসার দেড় জন্য একটি গুরুপ্ত পূর্ণ সিকিউরিটি ফিচার।

Notification Permission : এন্ড্রোইড ১২ বা তার আগের ভার্সন গুলোতে কোনো এপপ্স খুলতে গেলে শুধু পারমিশন এর প্রয়োজন হতো।

এখন এন্ড্রোইড ১৩ তে নতুন কোনো apps খুলতে গেলে পারমিশন এর প্রয়োজন পরবে।

Integrated Fast Pair : fast pair একটি খুবই গুরুপ্ত পূর্ণ ফীচার যেটির দ্বারা Bluetooth Head Phone , Phone Accessories এর মতো জিনিস খুব দ্রুত ফোন এর সঙ্গে অটোমেটিক connect হয়ে যাবে।

Private photo picker : এন্ড্রোইড ১৩ সিকিউরিটি একটি বোরো আপডেট private photo picker

যদি কোনো এপপ্স ফটো পারমিশন চাই সেখানে কিছু পার্টিকুলার ফটো আগে থেকে বেছে নেওয়া যাবে।

Bluetooth LE Audio এন্ড্রোইড এর নতুন ভার্সন এ Wireless Device এর Low Power Audio সাপোর্ট দিয়েছে এতে এতে ইউসাররা আরো ভালো অডিও কোয়ালিটি পাবেন বলে জানিয়েছে গুগল।

তো এই ছিল কিছু বিশেষ ফিচার এন্ড্রোইড ১৩ এর।

আসা করছি আর্টিকেল টি আপনাদের ভালো লাগবে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অব্যশই নিচের কমেন্ট বাক্স এ জানান।

1 thought on “Android 13 আকর্ষণীয় কিছু ফিচার”

Leave a Comment