ডার্ক ওয়েব কি? (dark web) কিভাবে কাজ করে? ডার্ক ওয়েব নিয়ে কিছু তথ্য

বন্ধুরা , আমরা সবাই কখনো না কখনো ডার্ক ওয়েব নাম টা তো শুনেছি। এখন প্রায় নিউজ চ্যানেল গুলিতে শুনতে পাচ্ছি যে ডার্ক ওয়েব ব্যবহার করে illegal কাজ হচ্ছে।

কিন্তু আসলে এই ডার্ক ওয়েব কি এবং ডার্ক ওয়েব এ কি কাজ হয় আমাদের কোনো এটা থেকে দূরে থাকা উচিত।  তো আজকেই এই আর্টিকেল টিতে আমি সম্পর্ণ বিস্তারিত ভাবে এই সম্পর্কে আলোচনা করবো।

ইন্টারনেট যেটা ছাড়া এখন মানুষ অচল আমরা সকলেই প্রতিনিয়ত ইন্টারনেট এর ব্যবহার করছি সেটা বন্ধুরদের সঙ্গে গল্প করা হোক বা online  এ কিছু shopping, কিন্তু এটাই কি ইন্টারনেট ?

আসলে না আমরা যেটা ব্যবহার  করি বা জানি সেটা ইন্টারনেট এর ৪% মাত্র। আর বাকিটা ডার্ক ওয়েব এর অধীনে।

ডার্ক ওয়েব কি ? (what is dark web )

ডার্ক ওয়েব সম্পর্কে জানতে গেলে আগে আমাদের “web কি এবং কয় প্রকার” জানতে হবে

web হলো world wide web এর সাধারণ নাম এটি ইন্টারনেট এর উপসেট বা ছোট একটি অংশ যা আমরা browser দিয়ে ব্যবহার করে থাকি। ওয়েব কে তিনটি ভাগে ভাগ করা হয়েছে –

  1. Surface web
  2. Deep web
  3. Dark web
  • surface web কি

যেটা এখন আমরা ব্যবহার করছি যেমন google ,yahoo , YouTube, Flipkart , Amazon, Facebook এই সমস্ত কিছু সারফেস ওয়েব এর অংশ যেটা সাধারণ মানুষ use  করতে পারে।

সারফেস ওয়েব এর সমস্ত ওয়েবসাইট বা ওয়েবপেজ গুগল ইনডেক্স করা থাকে যা user এর নির্দেশ অনুসারে প্রকাশিত হয়।

যেটি সাধারণ মানুষ দৈনন্দিন জীবনে ব্যবহার করে।  আর internet এর অংশকে surface web বলা হয়।

  • Deep web কি

deep web এটি ডার্ক ওয়েব এর একটি পার্ট কিন্তু এখানে কোনো illegal কাজ হয়না এখানে  legal কাজ হয় যেমন ধরুন আপনার college data  , bank data , governmental data , scientific research paper, company data মতো গুরুপ্ত পূর্ণ তথ্য রাখা হয়

ডিপ ওয়েব ইন্টারনেট এর সাধারণ browser দিয়ে এক্সেস করা যাবে সেক্ষেত্রে ওই company থেকে ব্যবহার করা private IP (internet protocol) জানতে হবে।

  • Dark web

ডার্কওয়েব যেটা google search engine থেকে সম্পূর্ণ বাইরে আপনি চাইলে ডিপ ওয়েব IP এড্রেস দিয়ে এক্সেস করতে পারবেন।

কিন্তু ডার্ক ওয়েব ব্যবহার  করতে পারবেন না।

ডার্ক ওয়েব কিভাবে এক্সেস করবো  

ডার্ক ওয়েব এ প্রবেশ করা খুব সহজ।  ডার্ক ওয়েব নরমাল কোনো browser দিয়ে access করা যায়না এর জন্য বিশেষ একটি browser লাগে সেটা হলো ‘Tor Browser’

tor browser টি google play store আর tor এর official browser থেকে ডাউনলোড করতে পারবেন

tor ব্রাউসার এ কোনো ওয়েবসাইট গুগল এর মতো indexing থাকে না। তাই এর ওয়েবসাইট এর URL খুঁজে পেতে অনেকটাই কষ্ট করতে হবে।

আমরা normally google এ যেই সমস্ত ওয়েবসাইট গুলিকে দেখি তার extension বা ওয়েবসাইট এর নাম এর শেষ এ .com /.in /.info /.org লেখা দেখতে পাই

কিন্তু ডার্ক ওয়েব এর ওয়েবসাইট এর URL গুলিতে .onion এর এক্সটেনশন ব্যবহার করা হয়

ডার্ক ওয়েব access করা legal না illegal 

ডার্ক ওয়েব ব্যবহার করা অনেক দেশ এই নিষিদ্ধ কারণ এখানে drugs deal থেকে weapon deal এবং human trafficking এর মতো জঘন্য অসামাজিক কাজ কর্ম হয়।

ডার্ক ওয়েব ব্যবহার এর ক্ষেত্রে কি কি জিনিস মেনে চলতে হবে 

আমি আগেই বলেছি ডার্ক নেট এ legal থেকে illegal সব ধরণের কাজ হয় তাই। তাই যেখানে illegal কাজ হয় সেখানে হ্যাকার থাকাটা অস্বাবিক নয়।

  • আপনার অজান্তেই হ্যাকার রা আপনার computer বা mobile ফোন এ virus attack করতে পারে
  • মোবাইল বা কম্পিউটার এ keylogger install করতে পারে যাতে করে bank এর password এবং social মিডিয়া পাসওয়ার্ড সমস্ত টাই হ্যাকার দেড় হাতে চলে যেতে পারে
  • webcam hijacking হাঁ ঠিক এর শুনেছেন আমাদের কম্পিউটার এবং মোবাইল এ webcam আছে আর আপনার অজান্তেই আপনার webcam hack করে black mail ও করতে পারে। এই ধরণেরই অনেক ঘটনায় ঘটে গেছে

তাই যখন এ ডার্ক ওয়েব এ যাওয়ার কথা ভাবেন এই সমস্ত পয়েন্ট অব্যশই মনে রাখবেন।

আমাদের শেষ কথা :

আশা করি এই আর্টিকেল এ আপনাদের বিস্তারিত ভাবে বোঝাতে পেরেছি। যদি  কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে অব্যশই জানাবেন।

techybong এর টীম কখনোই আপনাদের ডার্ক ওয়েব এ প্রবেশ করার পরামর্শ দেয়না।

ধন্যবাদ এতক্ষন আমাদের সঙ্গে থাকার জন্য।

1 thought on “ডার্ক ওয়েব কি? (dark web) কিভাবে কাজ করে? ডার্ক ওয়েব নিয়ে কিছু তথ্য”

Leave a Comment